জামিয়া মাহমুদিয়া হামিদনগর

হামিদনগর, বাহুবল, হবিগঞ্জ
স্থাপিতঃ ২০০০ ঈসায়ী
EIIN: ০০২১৩
হামিদনগর, বাহুবল, হবিগঞ্জ
স্থাপিতঃ ২০০০ ঈসায়ী
EIIN: ০০২১৩

কিতাব বিভাগ

বর্তমানে এ জামিয়ায় শিশু শ্রেণী থেকে নিয়ে কওমী মাদরাসার সর্বোচ্চ ক্লাস দাওরায়ে হাদিস “মাস্টার্স ইন ইসলামিক স্টাডিজ” পর্যন্ত চালু আছে। ইবতিদাইয়্যাহ (প্রাথমিক), মুতাওয়াসসিতাহ (মাধ্যমিক), ছানুবিয়া (উচ্চ মাধ্যমিক), ফজিলত (স্নাতক) ও তাকমীল ফিল হাদিস (স্নাতকোত্তর) স্থরসমূহের অধীনে জামাতগুলো রয়েছে। এগুলোতে আরবী,বাংলা, ইংরেজী, উর্দু ও ফার্সী ভাষা শিক্ষাদানসহ সীরাত, ইতিহাস, মানতিক-ফালসাফাহ, বালাগাত, তাফসীর, ফিক্হ, আক্বাঈদ, হাদীস ও উসূলে হাদিস শিক্ষা দান করা হয়। বিশেষত: দশম শ্রেণী (কাফিয়া) পর্যন্ত অত্যন্ত গুরুত্বের সাথে বাংলা-ইংরেজী পড়ানো হয়। 

তাছাড়া কিতাব বিভাগে হিফজ সমাপনকারী ছাত্রদের জন্য “হুফফাজ” নামে একটি বিশেষ জামাত রয়েছে। যেখানে হিফজ সমাপনকারী ছাত্রদেরকে প্রাথমিক স্তরের সকল বিষয়াদী পড়িয়ে বছরান্তে ষষ্ট শ্রেণীর কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহনের যোগ্য করে গড়ে তোলা হয়। পরবর্তী বছর সরাসরি সপ্তম শ্রেণীতে ভর্তি করা হয়। 

যোগাযোগ: ০১৮৯৪ ৪১৯৭১২

Scroll to Top