জামিয়া মাহমুদিয়া হামিদনগর

হামিদনগর, বাহুবল, হবিগঞ্জ
স্থাপিতঃ ২০০০ ঈসায়ী
EIIN: ০০২১৩
হামিদনগর, বাহুবল, হবিগঞ্জ
স্থাপিতঃ ২০০০ ঈসায়ী
EIIN: ০০২১৩

জামিয়ার লিল্লাহ বোর্ডিং এর পক্ষ থেকে আকুল আবেদন

জামিয়া মাহমুদিয়া হামিদনগর। প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যবধি অত্যান্ত সুনামের সাথে শিক্ষিত, আদর্শবান, সমাজসেবক গড়ার মিশনে সুনির্দিষ্ট ও পরিকল্পিত ভাবে সমাজের কল্যাণে সেবা দিয়ে আসছে।
অত্র প্রতিষ্ঠানে বর্তমানে অধ্যয়নরত মোট শিক্ষার্থী সংখ্যা প্রায় ১৫০০ জন। এদের মধ্যে ২৪ ঘন্টা মাদরাসায় অবস্থান করে লেখা-পড়া করছে প্রায় ৮০০ জন। তন্মধ্যে প্রায় পাঁচশত ছাত্র তিন বেলা লিল্লাহ বোর্ডিং থেকে খানা গ্রহণ করে আসছে।
তন্মধ্যে প্রায় ৫০ জন এতীম এবং ২০০ অতি দরিদ্র ও অসহায় এবং ১০০ মধ্যবিত্ত পরিবারের ছাত্র আছে। যাদের পক্ষে খানার সম্পূর্ণ টাকা বহন করা সম্ভবপর নয়। তাই মাদরাসা কর্তৃপক্ষ লিল্লাহ বোর্ডিং এর যাকাত ফান্ড থেকে তাদের ব্যায় বহন করে থাকে।
প্রতি জন শিক্ষার্থীর মাসিক খানার খরচ সর্বনি¤œ ২৫০০/=  ( দুই হাজার পাঁচশত টাকা )। প্রতি মাসে বোর্ডিংয়ে খরচ হয় প্রায় ১০২০০০০/= (দশ লক্ষ বিশ হাজার টাকা)। যার মধ্যে ছাত্রদের থেকে প্রতি মাসে উসূল হয় প্রায় ৪৫০০০০/= (চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা) বাকী টাকা আল্লাহ তা’য়ালার মেহেরবানীতে দেশ ও প্রবাসের দ্বীন দরদী, শিক্ষানুরাগী মুসলিম ভাই-বোনদের বিশেষ দানের মাধ্যমে পূরণ করা হয়।
প্রতিষ্ঠানটিতে চারজন বাবুর্চির তত্বাবধানে ঘরোয়া পরিবেশে ভালো মানের স্বাস্থসম্মত খাবার পরিবেশন করা হয়। প্রতি বছর ছাত্র সংখ্যা বৃদ্ধি পাওয়ায় লিল্লাহ বোর্ডিংয়ের খরচ বেড়েই চলেছে। তাই দেশ ও বিদেশের সকল শ্রেণী পেশার ইসলামপ্রিয় ভাই-বোনদের কে ইলমে দ্বীনকে ক্বিয়ামত পর্যন্ত টিকিয়ে  রাখার এই মহতী উদ্যোগে শরীক হওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হচ্ছে।
নি¤েœ মাসিক গড় খরচের একটি তালিকা প্রদান করা হলো,
ক্রমিক পণ্যের নাম পরিমাণ মূল্য
০১ চাল ৬০০০ কেজি ( ১২০ বস্তা) ৩৬০০০০/=
০২ ডাল ৪৫০ কেজি ( ৯ বস্তা ) ৫৪০০০/=
০৩ মাছ ৭৫০ কেজি (১৮.৭৫ মণ) ১৩৫০০০/=
০৪ গোশত ৪২০ কেজি ( ১০.৫০ মণ ) ৭১৪০০/=
০৫ ডিম ১২৫০ পিছ ১৫০০০/=
০৬ সুটকি ৫ কেজি ৩০০০/=
০৭ সবজি ১৮০০০০/=
০৮ তেল ২৪০ লিটার ৩৮৮০০/=
০৯ পেয়াজ ২০০ কেজি ( ৫ মণ ) ১৮০০০/=
১০ রসুন ৬০ কেজি ১০৮০০/=
১১ মসলা ৪৫০০০/=
১২ গ্যাস বিল ৩৫০০০/=
১৩ বিদ্যুৎ বিল ৩০০০/=
১৪ কর্মচারীদের বেতন ও ভাতা ৪৫০০০/=
১৫ আসবাবপত্র ও বিবিধ ৬০০০/=
মোট১০,২০,০০০/=
কথায় : দশ লক্ষ বিশ হাজার টাকা মাত্র।
আপনি যেভাবে আমাদের সহযোগিতা করতে পারেন
১ দিনের লিল্লাহ বোর্ডিং খরচ :  ৩৪০০০/=  ( চৌত্রিশ হাজার টাকা প্রায়)
১ বেলার  লিল্লাহ বোর্ডিং খরচ :  ১১৩৩৩/=  (এগারো হাজার তিনশত তেত্রিশ টাকা প্রায়)
১ দিনের (২০০ কেজি) চালের খরচ :  ১২০০০/= ( বারো হাজার টাকা প্রায়)
১ বস্তা  (৫০ কেজি) চালের মূল্য : ৩০০০ ( তিন হাজার টাকা প্রায়)
১ বস্তা (৫০ কেজি) ডালের মূল্য : ৬০০০ ( ছয় হাজার টাকা প্রায়)
মাসিক: প্রতি মাসে আপনার সুবিধামত যে কোন পরিমাণ
এছাড়াও আপনার যেভাবে সুযোগ হয় দান করতে পারেন।
Scroll to Top