জামিয়া মাহমুদিয়া হামিদনগর

হামিদনগর, বাহুবল, হবিগঞ্জ
স্থাপিতঃ ২০০০ ঈসায়ী
EIIN: ০০২১৩
হামিদনগর, বাহুবল, হবিগঞ্জ
স্থাপিতঃ ২০০০ ঈসায়ী
EIIN: ০০২১৩

নতুন হলে অনুষ্ঠিত হলো জামিয়ার দ্বিতীয় সাময়িক পরীক্ষা- ২০২৫

বিগত ২২ অক্টোবর ২০২৫ ঈ. রোজ বুধবার থেকে শুরু হয়েছে জামিয়ার দ্বিতীয় সাময়িক পরীক্ষা। ৯ দিন ব্যাপী এই পরীক্ষায় কিতাব বিভাগের মোট ৫৫০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। সকল শিক্ষার্থীকে সমন্বয়কারী একটি দৃষ্টিনন্দন সুবিশাল হলে অনুষ্ঠিত হচ্ছে এবারের পরীক্ষা। 

৩০ ফুট চৌড়া ও ২৭০ ফুট লম্বা টিনসেডের হলকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম ভাগে- দাওরায়ে হাদিস থেকে কাফিয়া (দশম শ্রেণী) পর্যন্ত ও দ্বিতীয় হলে হেদায়াতুন্নাহু থেকে রাবে (চতুর্থ শ্রেণী) পর্যন্ত। তিন সারিতে সাজানো হয়েছে ব্রেঞ্চ। প্রতিটি ব্রেঞ্চে স্থান হয়েছে মোট তিনজন পরীক্ষার্থীর। উভয় ভাগে কর্তব্য পালন করছেন মোট ৭/৮ জন নেগরান (পর্যবেক্ষক)। পরীক্ষা চলছে প্রতিদিন সকাল ৯ টা ৩০ মিনিট থেকে দুপুর ১২ টা ৩০ মিনিট পর্যন্ত। পরীক্ষা শেষ হবে আগামী ৩০ অক্টোবর রোজ বৃহস্পতিবার।

পরীক্ষায় অংশগ্রহণকারী সকলের জন্য শুভকামনা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top