নুরানী বিভাগ
প্রাথমিক স্তরের শিশুদের আধুনিক পদ্ধতিতে শিক্ষা দানের পাশাপাশি পরিচর্যারও প্রয়োজন হয়। তাই শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত শিক্ষাদানের জন্য জামিয়ায় রয়েছে আদর্শ নুরানী বিভাগ। এখানে শিশুরা ক্বায়দা, আমপারা ও কুরআন শরীফ শিক্ষার পাশাপাশি বাংলা, গণিত, ইংরেজী, ইতিহাস ও সাধারণ জ্ঞান লাভ করে। ‘নুরানী তালিমুল কুরআন বাংলাদেশ’ বোর্ড এর অধীনে অল্প সময়ে শিশুরা তাজবীদসহ কুরআন তিলাওয়াত, চল্লিশ হাদিস, প্রাথমিক ইসলামী জ্ঞান ও সাধারণ ভাষাজ্ঞান শিক্ষা করতে পারে। এ বিভাগে রয়েছেন নুরানী ট্রেনিংপ্রাপ্ত আবাসিক একদল দক্ষ ও মেহনতী শিক্ষক। আল্লাহর অশেষ অনুগ্রহে শুরু থেকেই এ বিভাগের ছাত্রগণ জাতীয় পর্যায়ের কেন্দ্রীয় পরীক্ষাগুলোতে ঈর্ষণীয় ফলাফল করে আসছে।
যোগাযোগ: ০১৮৯৪ ৪১৯৭১৯