পরিচালকের পরিচিতি
বাহুবল উপজেলা তথা হবিগঞ্জ জেলার সর্বজন শ্রদ্ধেয় ওলী ভ্রাতৃদ্বয় উস্তাদুল উলামা হযরত মাও. তবারক আলী রহ. এর একমাত্র সাহেবজাদাহ ও পীরে কামিল হযরত মাও. আব্দুল হামিদ (মুজাররাদে বাহুবলী) রহ. এর একমাত্র ভ্রাতুষ্পুত্র
হযরত মাওলানা হাফেজ ফজলুল করীম ফেরদাউস দা. বা.।
- পরিচালক ও ভুমি দাতা: জামিয়া মাহমুদিয়া হামিদনগর ও হযরত উম্মে সালামা রাযি. বালিকা মাদ্রাসা
- সম্মানিত ইমাম, ব্যরিপার্ক জামে মসজিদ লুটন, ইউকে।
- সহ সভাপতি, কওমী মাদ্রাসা বোর্ড হবিগঞ্জ।
- সহ সভাপতি, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখা।
অবস্থান: লুটন, ইউকে।