ভর্তি বিষয়ক তথ্য

ভর্তি তথ্য:
আগামী শিক্ষাবর্ষে ভর্তি শুরু হবে: ৬ শাওয়াল ৪৬ হি./৫ এপ্রিল ২৫ ইং রোজ শনিবার। ভর্তিচ্ছু সকল ছাত্রকে ভর্তি ফরমে বর্ণিত ও কর্তৃপক্ষ-প্রণীত শর্তাবলীতে উত্তীর্ণ হতে হবে।
ভর্তির নিয়ম:
- জামিয়ার অফিস থেকে ভর্তি ফরম সংগ্রহ করতে হবে।
- ভর্তি ফরম পূর্ণ করে অপর পৃষ্টায় বর্নিত সকল নিয়ম-কানুন পড়ে তা মান্য করার অঙ্গিকারমূলক দস্তখত করতে হবে।
- ফরমের সাথে এক কপি ছবি ও জন্ম নিবন্ধনের ফটোকপি ও পূরাতন হলে পূর্ববর্তী বছরের তথ্যবই যোগ করতে হবে।
- তালিমাতের দফতর থেকে ভর্তি পরীক্ষার তথ্য সংগ্রহ করতে হবে। পুরাতন হলে পূর্ববর্তী পরীক্ষার ফলাফল যোগ করে দেওয়া হবে।
- ভর্তি পরীক্ষায়/পূর্ববর্তী বছরের বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হলে তালিমাতের সুপারিশ গ্রহণপূর্বক এহতেমামের/পরিচালকের মঞ্জুরী গ্রহণ করতে হবে।
- সব কাজ শেষে তালিমাতের অফিসে যাবতীয় তথ্য এন্ট্রি করিয়ে ভর্তি ফি দিয়ে ভউচার সংগ্রহ করতে হবে।
উল্লেখ্য: ভর্তির যাবতীয় কার্যক্রম অনলাইনে পরিচালিত হয়।