জামিয়া মাহমুদিয়া হামিদনগর

হামিদনগর, বাহুবল, হবিগঞ্জ
স্থাপিতঃ ২০০০ ঈসায়ী
EIIN: ০০২১৩
হামিদনগর, বাহুবল, হবিগঞ্জ
স্থাপিতঃ ২০০০ ঈসায়ী
EIIN: ০০২১৩

মাহে রমদ্বানের বিশেষ আয়োজন “ ইলমী প্রতিযোগীতা”-২০২৫ ইং

পবিত্র মাহে রমাদ্বান উপলক্ষে জামিয়া মাহমুদিয়া হামিদনগর বাহুবল, হবিগঞ্জ এর আরবী ভাষা তাদরীব ও নাহু-ছরফ প্রশিক্ষন কোর্স ছাত্রদের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে “ইলমী প্রতিযোগীতা অনুষ্ঠান”।

প্রতিযোগিতার বিষয়:

  • ক্বেরাত, হামদ-নাত ও ইসলামী সঙ্গীত
  • আরবী বক্তৃতা
  • আরবী কথোপকথন
  • মীযানের সকল গরদান ও সীগাহ নির্ণয়
  • মুনশাইবের সকল বাব মুখস্ত শুনানো

প্রতিযোগিতার সময়: ১২ ই রমাদ্বান, রোজ বৃহস্পতিবার।     বাদ তারাবী

স্থান: কোর্স হলরুম, হামিদনগর মাদ্রাসা।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, হাফেজ মাওলানা আবুল কালাম আযাদ ( সহ. পরিচালক অত্র জামিয়া)

সহ-সভাপতি: হযরত মাওলানা আব্দুল হান্নান দা.বা. ( উপদেষ্টা অত্র জামিয়া)

বিচারক হিসেবে থাকবেন:

  • হযরত মাওলানা জুনাইদ আহমদ হাফি.
  • হযরত মাওলানা শিহাব উদ্দিন সিরাজী হাফি.
  • হযরত মাওলানা ইসলাম উদ্দিন হাফি.
  • হযরত মাওলানা আব্দুল কাইয়ুম রায়হান হাফি.

অনুষ্ঠান আয়োজনে: প্রশিক্ষন পরিচালনা কমিটি।

সকলের উপস্থিতি কামনা করি।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top