জামিয়া মাহমুদিয়া হামিদনগর

হামিদনগর, বাহুবল, হবিগঞ্জ
স্থাপিতঃ ২০০০ ঈসায়ী
EIIN: ০০২১৩
হামিদনগর, বাহুবল, হবিগঞ্জ
স্থাপিতঃ ২০০০ ঈসায়ী
EIIN: ০০২১৩

ছাত্রাবাস, ছাত্রপাঠাগার কাম মেহমানখানা

প্রকল্পের বিবরণ:

শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের সুযোগ বৃদ্ধি করার লক্ষ্যে ছাত্র পাঠাগার সমৃদ্ধকরণ তথা মনোরম পরিবেশে আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ একটি ছাত্রপাঠাগার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। মাদরাসা মসজিদের উত্তর দিকের টিনশেড ভবনটি ভেঙ্গে তার স্থলে ১৩২০ বর্গফুটের একটি তিনতলা ছাত্রাবাস কাম ছাত্র পাঠগার ভবনের নির্মাণ কাজ চলমান। এর নিচ তলায় একটি সমৃদ্ধ ছাত্র পাঠাগার, মেহমানখানা ও ওয়াশ জোন থাকবে। দ্বিতীয় ও তৃতীয় তলায় শিক্ষক মহোদয়ের কক্ষ ও ছাত্রাবাস থাকবে। বর্তমানে এই প্রকল্পের নিচতলার ছাদ ঢালাই সম্পন্ন করে দ্বিতীয় তলার কাজ চলমান আছে। ইনশা আল্লাহ দ্রæত সময়ের মধ্যেই দ্বিতীয় তলার ছাদ ঢালাই কাজ সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।
পাঠাগার: প্রকল্পটি বাস্তবায়ন সম্পন্ন হলে এখানে নিচতলার ছাত্র পাঠগারে মনোরম পরিবেশে ছাত্রদের সহপাঠ্য কিতাবাদি মুতালাআর একটি সুন্দর পরিবেশ হবে। পাঠাগারের একটি অংশে ছাত্রদের জন্য কম্পিউটার ল্যাব থাকবে।
মেহমানখানা: এই মাদারাসার সূচনালগ্ন থেকেই এখানে দেশ বিদেশের বহু উলামায়ে কেরাম ও পীর-মাশায়েখ আগমন করেন এবং রাত্রিযাপনও করেন। বর্তমানে মাদরাসায় একটি মেহমানখানা আছে। আমাদের সম্মানিত মেহমানগণের বিভিন্ন সুবিধার কথা বিবেচনা করে আরেকটি মেহমাখানা নির্মাণ করা জরুরী বলে মনে করছি। এর ফলে মেহমানগণ অনেকটা স্বাছ্যন্দবোধ করবেন বলে আশা করি।
ছাত্রাবাস: ভবনের উপরের দুই তলায় প্রায় ১০০ জন ছাত্রের স্যানিটেশন সুবিধাসহ সুন্দর একটি আবাসিক ব্যবস্থাপনা হবে। ইনশাআল্লাহ।
প্রাক্কলিত ব্যয়:  প্রকল্পটি বাস্তবায়নে প্রাকল্লিত ব্যয় ধরা হয়েছে প্রায় আশি লক্ষ টাকা। (কিতাবাদি ও কম্পিউটার ল্যাব বাদে)
মহান আল্লাহ তায়ালা আমাদের সকল নেক পরিকল্লনা দ্রæত বাস্তবায়নের তাওফিক দান করুন। মাদরাসার দাতা, শুভাঙ্খাকীসহ সংশ্লিষ্ট সবাইকে ইহকালীন কল্যান ও পরকালীন নাজাতের ব্যবস্থা করুন। আমীন।
আপনি যেভাবে সহযোগীতা করতে পারেন:-
এক টন রড ৯২,০০০ টাকা।
এক হাজার ইট ১২০০০ টাকা।
এক গাড়ী বালু ৪০০০ টাকা।
প্রতি বর্গফুট নির্মান কাজ বাবদ ২০০০ টাকা।
এক ব্যাগ সিমেন্ট ৫২০ টাকা।
এছাড়াও আপনার সুবিধামত যে কোন পরিমাণ দান করা যাবে।

প্রকল্পের দল:

প্রগতি প্রতিবেদন:

প্রকল্পের ছবি:

প্রকল্পের ভিডিও:

অনুদান পাঠানর ঠিকানা

শুরুর তারিখঃ 15/04/2024
অবস্থাঃ চলমান
বাজেটঃ ৮০,০০,০০০ টাকা প্রায়
স্থানঃ মসজিদের উত্তর দিকে

যোগাযোগ

অতিরিক্ত তথ্য

অনুদান পাঠানর ঠিকানা

Scroll to Top