আলহামদুলিল্লাহ, ৩১ অক্টোবর ২০২৪ ইং রোজ বৃহস্পতিবার হতে জামিয়া মাহমুদিয়া হামিদনগর বাহুবল হবিগঞ্জ ও (বালিকা শাখা) হামিদনগর হযরত উম্মে সালামা রাযি. বালিকা মাদ্রাসার চলতি শিক্ষাবর্ষের দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু হয়েছে। আগামী ৭ নভেম্বর ২০২৪ ইং রোজ বৃহস্পতিবার পর্যন্ত চলবে ইনশাআল্লাহ।
হলে কিতাব বিভাগ ও নুরানী বিভাগের ১০০০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।
পরীক্ষার্থী পরিসংখ্যান
১ম হলে- দাওরায়ে হাদিস থেকে তাসে (দশম শ্রেণী) পর্যন্ত মোট ১৭০ জন।
২য় হলে- ছামেন (অষ্টম শ্রেণী) থেকে রাবে (চতুর্থ শ্রেণী) পর্যন্ত মোট ৩০০ জন।
৩য় হলে- ছালিছ (নুরানী তৃতীয়) শ্রেণী থেকে আত্বফাল (শিশু শ্রেণী) পর্যন্ত মোট ২৮০ জন।
বালিকা শাখায়: একটি হলে মোট ২৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।
উল্লেখ্য: হিফজ বিভাগের পরীক্ষা সমাপ্ত হয়ে গেছে।
পরীক্ষার হল ব্যবস্থাপনা: প্রতিটি হলে রয়েছেন একাধিক হল নেগরান। যারা সার্বক্ষণিক পরীক্ষার্থীদের যাবতীয় বিষয়াদি পর্যবেক্ষন করছেন। পরীক্ষার ফলাফলে ইনসাফ বজায় রাখার স্বার্থে নির্ধারিত সীট নম্বরের মাধ্যমে পরীক্ষা গৃহিত হয়ে থাকে। প্রতিটি হলে রয়েছে পর্যাপ্ত টেবিল। রয়েছে পরীক্ষার্থীদের জন্য রয়েছে যাবতীয় সুযোগ সুবিধা।
১ম হলের দৃশ্য
২য় হলের দৃশ্য
৩য় হলের দৃশ্য
মাশাল্লাহ ছাত্রদের সফলতা কামনা করি
আমীন
মাশাআল্লাহ! আল্লাহ সকলকে কামিয়াব করুন
আমীন