জামিয়া মাহমুদিয়া হামিদনগর

হামিদনগর, বাহুবল, হবিগঞ্জ
স্থাপিতঃ ২০০০ ঈসায়ী
EIIN: ০০২১৩
হামিদনগর, বাহুবল, হবিগঞ্জ
স্থাপিতঃ ২০০০ ঈসায়ী
EIIN: ০০২১৩

২য় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশিত

আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ অনুগ্রহে অদ‌্য ২১ নভেম্বর ২০২৪ ঈসায়ী রোজ বৃহস্পতিবার জামিয়া মাহমুদিয়া হামিদনগরের দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

জুহরের সালাত আদায়ের পর সকল ছাত্র ও শিক্ষকের উপস্থিতিতে ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল প্রকশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-

  • জামিয়ার সহকারী পরিচালক হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ দা.বা.।
  • প্রধান শাইখুল হাদিস  হাফেজ মাওলানা মুঈনুল ইসলাম হাফিজাহুল্লাহ।
  • নাজিমে তালিমাত ও শাইখুল হাদিস মুফতি আবুল ফজল দা. বা.।
  • সহকারি শিক্ষা-সচিব ও মুহাদ্দিস মাও. জুনাইদ আহমদ।
  • জামিয়ার অন‌্যান‌্য শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব‌্য উপস্থাপন করেন সম্মানিত সহকারী পরিচালক মহোদয়। তারপর ফলাফল ঘোষনা করেন সম্মানিত শিক্ষা-সচিব ও সহকারী শিক্ষাসচিব মহোদয়। পরিশেষে জামিয়ার প্রধান শাইখুল হাদিস দা. বা. এর মূল‌্যবান নসিহত ও দোআর মাধ‌্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

জামিয়ার ২য় সাময়িক পরীক্ষার একনজরে ফলাফল নিম্নরূপ:-

বিস্তারিত ফলাফল দেখার জন‌্য

ফলাফল

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top