প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, আপনারা জেনে আনন্দিত হবেন যে, আপনাদের প্রিয় প্রতিষ্ঠান জামিয়া মাহমুদিয়া হামিদনগর বাহুবল এর ১৪৪৬-৪৭ হিজরী/২০২৫-২৬ ইংরেজী শিক্ষাবর্ষের নতুন সংযোাজন মাদানী নেসাব ১ম বর্ষ। মাদানী নেসাবের উদ্ভাবক মাওলানা আবু তাহের মিসবাহ সাহেবের দীর্ঘদীন সোহবতপ্রাপ্ত শাগরেদে রশীদের সার্বক্ষণিক নেগরানী ও দক্ষ উস্তাদগণ দ্বারা মাদানী নেসাবের কার্যক্রম পরিচালিত হবে ইনশাআল্লাহ।
আপনারা যারা দীর্ঘদীন থেকে মাদানী নেসাবে পড়ার বা আপনার সন্তানকে পড়ানোর স্বপ্ন লালন করছেন আপনাদের স্বপ্ন বাস্তবায়নে জামিয়ার এই আয়োজন। আশা করি নতুন শিক্ষা বছরের শুরুতে কৌটা পূরনের পূর্বেই আপনি বা আপনার সন্তানকে ভর্তি করিয়ে নিবেন।
ভর্তি তথ্য জানতে যোগাযোগ নাম্বার:
01894419712 ( নাজিমে তালিমাত)
01894419712 ( সহকারী নাজিমে তালিমাত)