জামিয়া মাহমুদিয়া হামিদনগর

হামিদনগর, বাহুবল, হবিগঞ্জ
স্থাপিতঃ ২০০০ ঈসায়ী
EIIN: ০০২১৩
হামিদনগর, বাহুবল, হবিগঞ্জ
স্থাপিতঃ ২০০০ ঈসায়ী
EIIN: ০০২১৩

মাতবাখ (বোর্ডিং) সংক্রান্ত বিধানাবলি

মাতবাখে জামিয়া (জামিয়ার বোর্ডিং)

(ছাত্রদের প্রতিদিন ৩ বেলা খাবারের ব্যবস্থা করা হয় এ বিভাগ থেকে। এ বিভাগে একাধিক দায়িত্বশীল নিয়োজিত থাকেন। যারা বাজার-সদাই খরিদসহ ছাত্র-শিক্ষকদের খাবারের যাবতীয় ব্যবস্থাপনায় নিয়োজিত থাকেন। মাতবাখ বা বোর্ডিংয়ের যাবতীয় প্রাথমিক হিসাব নিকাশ এই বিভাগ থেকেই পরিচালিত হয়।)

◊ আমাদের সম্পর্কে: 
জামিয়া মাহমুদিয়া হামিদনগর। প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যবধি অত্যান্ত সুনামের সাথে শিক্ষিত, আদর্শবান, সমাজসেবক গড়ার মিশনে সুনির্দিষ্ট ও পরিকল্পিত ভাবে সমাজের কল্যাণে সেবা দিয়ে আসছে। অত্র প্রতিষ্ঠানে বর্তমানে অধ্যয়নরত মোট শিক্ষার্থী সংখ্যা প্রায় ১৫০০ জন। এদের মধ্যে ২৪ ঘন্টা মাদরাসায় অবস্থান করে লেখা-পড়া করছে প্রায় ৮০০ জন। তন্মধ্যে প্রায় পাঁচশত ছাত্র তিন বেলা লিল্লাহ বোর্ডিং থেকে খানা গ্রহণ করে আসছে।
তন্মধ্যে প্রায় ৫০ জন এতীম এবং ২০০ অতি দরিদ্র ও অসহায় এবং ১০০ মধ্যবিত্ত পরিবারের ছাত্র আছে। যাদের পক্ষে খানার সম্পূর্ণ টাকা বহন করা সম্ভবপর নয়। তাই মাদরাসা কর্তৃপক্ষ লিল্লাহ বোর্ডিং এর যাকাত ফান্ড থেকে তাদের ব্যায় বহন করে থাকে।
◊ ব‌্যয়ের সংক্ষিপ্ত তথ‌্য:
প্রতি জন শিক্ষার্থীর মাসিক খানার খরচ সর্বনিম্ন ২৫০০/=  ( দুই হাজার পাঁচশত টাকা )।
প্রতি মাসে বোর্ডিংয়ে খরচ হয় প্রায় ১০২০০০০/= (দশ লক্ষ বিশ হাজার টাকা)।
যার মধ্যে ছাত্রদের থেকে প্রতি মাসে উসূল হয় প্রায় ৪৫০০০০/= (চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা)
বাকী টাকা আল্লাহ তা’য়ালার মেহেরবানীতে দেশ ও প্রবাসের দ্বীন দরদী, শিক্ষানুরাগী মুসলিম ভাই-বোনদের বিশেষ দানের মাধ্যমে পূরণ করা হয়।
◊ নিম্নে মাসিক গড় খরচের একটি তালিকা প্রদান করা হলো: 
০১ । চাল ৬০০০ কেজি ( ১২০ বস্তা) ৩৬০০০০/=
০২।  ডাল ৪৫০ কেজি ( ৯ বস্তা ) ৫৪০০০/=
০৩। মাছ ৭৫০ কেজি (১৮.৭৫ মণ) ১৩৫০০০/=
০৪।  গোশত ৪২০ কেজি ( ১০.৫০ মণ ) ৭১৪০০/=
০৫। ডিম ১২৫০ পিছ ১৫০০০/=
০৬।  সুটকি ৫ কেজি ৩০০০/=
০৭। সবজি ১৮০০০০/=
০৮। তেল ২৪০ লিটার ৩৮৮০০/=
০৯। পেয়াজ ২০০ কেজি ( ৫ মণ ) ১৮০০০/=
১০। রসুন ৬০ কেজি ১০৮০০/=
১১।  মসলা ৪৫০০০/=
১২।  গ্যাস বিল ৩৫০০০/=
১৩ । বিদ্যুৎ বিল ৩০০০/=
১৪ । কর্মচারীদের বেতন ও ভাতা ৪৫০০০/=
১৫ । আসবাবপত্র ও বিবিধ ৬০০০/=
মোট  ১০,২০,০০০/=
কথায় : দশ লক্ষ বিশ হাজার টাকা মাত্র।
◊ আকুল আবেদন:
প্রতিষ্ঠানটিতে চারজন বাবুর্চির তত্বাবধানে ঘরোয়া পরিবেশে সাধ‌্যমতো ভালো মানের স্বাস্থসম্মত খাবার পরিবেশন করা হয়। প্রতি বছর ছাত্র সংখ্যা বৃদ্ধি পাওয়ায় লিল্লাহ বোর্ডিংয়ের খরচ বেড়েই চলেছে। তাই দেশ ও বিদেশের সকল শ্রেণী পেশার ইসলামপ্রিয় ভাই-বোনদের কে ইলমে দ্বীনকে ক্বিয়ামত পর্যন্ত টিকিয়ে  রাখার এই মহতী উদ্যোগে শরীক হওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হচ্ছে।
◊ আপনি যেভাবে আমাদের সহযোগিতা করতে পারেন:
১ দিনের লিল্লাহ বোর্ডিং খরচ :  ৩৪০০০/=  ( চৌত্রিশ হাজার টাকা প্রায়)
১ বেলার  লিল্লাহ বোর্ডিং খরচ :  ১১৩৩৩/=  (এগারো হাজার তিনশত তেত্রিশ টাকা প্রায়)
১ দিনের (২০০ কেজি) চালের খরচ :  ১২০০০/= ( বারো হাজার টাকা প্রায়)
১ বস্তা  (৫০ কেজি) চালের মূল্য : ৩০০০ ( তিন হাজার টাকা প্রায়)
১ বস্তা (৫০ কেজি) ডালের মূল্য : ৬০০০ ( ছয় হাজার টাকা প্রায়)
মাসিক: প্রতি মাসে আপনার সুবিধামত যে কোন পরিমাণ
এছাড়াও আপনার যেভাবে সুযোগ হয় দান করতে পারেন।
যোগাযোগ: 
মাও. লুকমান হুসাইন নুমানী (বোর্ডিং জিম্মাদার)
মোবাইল: ০১৬৪৬ ০০৫৬৩৩
মাও. ওলিউল্লাহ (সহ. বোর্ডিং জিম্মাদার)
মোবাইল: ০১৮৯৪ ৪১৯৭১৬

 

 

 

Scroll to Top