ছুটির নিয়মাবলি
- ক্লাস চলাকালীন কোনো এক বা একাধিক ক্লাসের ছুটির জন্য সংশ্লিষ্ট ঘণ্টার মুদাররিস ও নাজিমে তালিমাতের নিকট থেকে ছুটি নিতে হবে।
- ক্লাস-বহির্ভূত আংশিক (একদিনের কম) ছুটির জন্য দারুল ইকামার পক্ষ থেকে মঞ্জুরকৃত ছুটিই যথেষ্ট হবে। তবে পুরো একদিন বা এর চেয়ে বেশির ক্ষেত্রে নিয়মমাফিক দরখাস্ত লিখে ক্লাস জিম্মাদার উস্তাদ ও নাজিমে তালিমাতের সুপারিশ নিয়ে মুহতামিম সাহেবের কাছে গিয়ে মঞ্জুর করাতে হবে।
- ছুটির দরখাস্ত তথ্যবইয়ের নির্ধারিত জায়গায় সহিহ-শুদ্ধ করে লিখতে হবে।
- দরখাস্তে ছুটি গ্রহণের প্রকৃত কারণ ও ছুটির সময়-তারিখ পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে।
- একান্ত প্রয়োজনে মাসে একবার ছুটির জন্য আবেদন করতে পারবে।
- বিয়ে-শাদি, খৎনা, জন্ম ও মৃত্যুবার্ষিকী ইত্যাদি অনুষ্ঠানের জন্য ছুটির আবেদন গ্রহণযোগ্য নয়।
- বৃহস্পতিবারে ছুটি নিলে ইজলাসের কার্যক্রম সম্পন্ন করে যেতে হবে। অন্যথায় ইজলাসের জিম্মাদার উস্তাদগণ যথাযথ শাস্তির ব্যবস্থা করবেন।
- মাদরাসা কর্তৃক নির্ধারিত বন্ধ/ছুটি ব্যতিত অতিরিক্ত ছু্িট চাওয়া পরবর্তী বছরের ভর্তির জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে।
- কাফিয়া জামাত থেকে দাওরা পর্যন্ত ছাত্ররা আরবী ভাষায় এবং এর নিচের জামাতগুলোর ছাত্ররা বাঙলা ভাষায় দরখাস্ত লিখতে হবে।
- দরখাস্তের মাধ্যমে ছুটি নিলে তথ্যবই দারুল এক্বামার জিম্মাদার এর কাছে জমা দিয়ে যেতে হবে। তবে মাদরাসা বন্ধকালীন তথ্যবই বাড়িতে নিয়ে যেতে হবে এবং পরবর্তী বছর ভর্তির সময়ে তথ্যবই অবশ্যই সাথে আনতে হবে। না হয় ভর্তির সুযোগ থাকবে না।