প্রতিটি মুসলিম নর-নারীর জন্য দ্বীনী ইলম অর্জন করা ফরজ। নারীদের মধ্যে ইসলামী জ্ঞান ও সংস্কৃতি বিকশিত করার লক্ষ্যে জামিয়া মাহমুদিয়া হামিদনগর প্রতি বছর মহিলাদের জন্য একটি ইসলাহী মাহফীলের আয়োজন করে আসছে।
সে ধারাবাহিকতায় আগামী ৯ ডিসেম্বর ২০২৫ ঈ. রোজ মঙ্গলবার জামিয়ার বার্ষিক ইসলাহী মাহফিল অনুষ্ঠিত হবে।
এতে দেশবরেণ্য উলামায়ে কেরাম বুযুর্গানে দ্বীন বয়ান পেশ করবেন।